শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১১

আপনার ব্লগ বা ওয়েব সাইটটির ফ্রি ১৬০ Directory Submission করুন

সবাই ভাল আছেন নিশ্চই ! আর আপনার ব্লগ বা ওয়েব সাইটটি কেমন আছে ? মানে নিয়মিত ব্লগটির SEO করছেন তো ? না করলে কিন্তু পালাবার রাস্তা পাবেন না একসময়...এবার যদি আমাকে প্রশ্ন করেন SEO কি তাহলে কিন্তু আমি সরাসরি techtunes.com.bd এর ডান পাশের সার্চ বক্সটির দিকে নজর দিব এবং কষ্ট করে খুজে নিতে বলব... কারন এর আগেই অনেক SEO expert রা তাদের টিউন গুলো দিয়ে techtunes কে প্রসিদ্ধ করে তুলেছেন..... আর আমার SEO জ্ঞান খুব একটা ভাল বলা যাবে না তাই এই জঠিল টোপিকস নিয়ে আমি আর প্যাচাল বাড়াতে চাই না।
কিন্তু যারা ইতোমধ্যেই techtunes এর কল্যানে একটু-আধটু SEO সর্ম্পকে জেনেছেন তারা হয়তো Directory Submission এর term টার সাথে জেনে থাকবেন...আর নতুনদের জন্যে এটা অনেকটা ঝামেলার কাজও বটে আর তাই আপনাদের জন্যে একটি ফ্রি সাইটের সন্ধান দিতে এই টিউনটি করলাম।
যেভাবে Directory Submission করবেন !
১। প্রথমেই এই http://easysocialbookmarking.com/seopanel লিঙ্কটিতে যান
২। ডান কোনায় sign up লিঙ্ক এ ক্লিক করে একটি একাউন্ট খুলে নিন।
৩।এরপর লগিন করুন
৪। এখন ডান কোনায় User Panel এ ক্লিক করে Website Manager এ আপনার ওয়েব সাইটের তথ্য দিন। Proceed দিয়ে সেইভ করুন
৫। এবার উপরে Seo Tools এ ক্লিক করে Directory Submission এ যান Automatic Submission এ ক্লিক করুন।
৬। এবং সবশেষে ওয়েব সাইট সিলেক্ট করুন। আর Directory page rank সিলেক্ট করে Show Details এ ক্লিক করুন এখানে আপনি চাইলে আপনার ওয়েব সাইটটির multiple title অথবা Description যোগ করে দিতে পারেন যা SEO এর জন্যে key word পেতে সাহায্যে করবে...
একে একে সব Directory সাবমিট করে দিন। এবং কিছু দিন অপেক্ষা করুন এবং email confirmation করুন।
সবাই ভাল থাকবেন। কাজে লাগলে ধন্যবাদ দিবেন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন