শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১১

free download stori: Jane Mon - from PAGLU

free download stori: Jane Mon - from PAGLU: Jane Mon - from PAGLU

জানবো, বুঝবো, শিখবো বিজ্ঞানকে

বতর্মান যুগ বিজ্ঞানের যুগ । বলা হয়ে থাকে এই শতাব্দী জ্ঞান বিজ্ঞানের জন্য অনন্য । নিত্য নতুন আবিষ্কার আর নতুন প্রযুক্তিতে ছেয়ে আছে আজ বিশ্ব । কধাগুলো অনেক চমৎকার । কিন্তু তা বোধহয় পড়ার জন্যই । কেননা আমাদের দেশের বেশিরভাগ মানুষ এ প্রযুক্তির ছোঁয়া থেকে অনেক দূরে ।

বিশ্ব যেখানে আজ মহাকাশ, জেনেটিক ম্যাপিং, স্ট্রং তত্ত্ব, ন্যানো-টেকনোলজির মত নানা জটিল জটিল বিষয় নিয়ে জানার চেষ্টা করছে সেখানে আজ আমরা অতি সাধারণ বিষয়গুলোর ও কোন বৈজ্ঞানিক ব্যাখ্যা জানিনা । শিক্ষা ব্যবস্থাই হোক,কিংবা পুথিগত বিদ্যাই হোক, হোক শিক্ষকদের অযোগ্যতা …যাই-ই হোকনা কেন আমাদের দেশে ভার্সিটিতে পড়া অনেক ছাত্র/ছাত্রী বলতে পারেনা ইলেকট্রিক এবং ইলেকট্রনিকস্ এর মাঝে পার্থক্য, বলতে পারেনা একটা সাধারণ সাইকেলে লাগানো ডায়নামো কিভাবে বিদ্যুত উৎপন্ন করে, বলতে পারেনা ঘড়ি কিভাবে সময় দেখায়, একটি সাধারণ ক্যালকুলেটর এর গঠন এ অজানা আমাদের ।

একবার একটি স্কুলের কিছু শিক্ষকের কথায় অনেক কষ্ট এবং অবাক হয়েছিলাম । কেননা তারা কম্পিউটার ভাইরাসকে প্রাণী ভাইরাস ভাবতেন ।

আমাদের SSC HSC এর বই এ শুধুই পুথিগত বিদ্যে দেয়া হয় ।বেশির ভাগ জিনিসই থাকে আমাদের বোধগম্যের বাইরে । তথাপি আমরা অনেক তুষ্ট । আমাদের মনে প্রশ্ন জাগেনা । তাইতো একবার প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়া কিছু ছাত্রকে “একটি ম্যাচের কাঠি সূর্যের কাছাকাছি নিলে কি ঘটবে জিজ্ঞেস করায় অবলিলায় বলে দিয়েছিল যে পুড়ে যাবে । একটুও ভাবেনি-যে অক্সিজেন ছাড়া আগুন জ্বলবে কিভাবে ।

তাই আমাদের নিজেদেরই এগিয়ে আসতে হবে বিজ্ঞানকে জানতে । নয়তো আমরা দিন দিন পিছিয়ে যাবো আধুনিক বিশ্ব থেকে । বলা হয়ে থাকে প্রযুক্তিতে আমরা ৫০ বছর পিছিয়ে আছি আধুনিক বিশ্ব থেকে । আমরা নিজেদের চেষ্টায় জানতে হবে ,বুঝতে হবে নানা প্রযুক্তিকে । তবেই হয়তো আমাদের দেশেও উদ্ভাবিত হবে নবপ্রযুক্তি ।

বিজ্ঞান নিয়ে আলোচনার জন্য,নানা ছোটখাট ব্যাপারগুলো জানতে ও জানাতে আমরা কয়েকজস একটি অনলাইন ম্যাগাজিন প্রকাশ করতেছি । আমাদের ইচ্ছে একটি ফোরাম অথবা ব্লগ করা যেখানে আলোচ্য বিষয় শুধুই বিজ্ঞান । সবাইকে নিচের ব্লগস্পট সাইটি দেখার অনুরোধ রইল । আমরা মাত্র শুরু করলাম । সবার অনুপ্রেরণায় এগিয়ে যাব এটাই প্রত্যাশা আমাদের ।

২০১২-২০৪০ টেকনোলজীর যেসব বিস্ময় অপেক্ষমান-পর্ব-৩

* ন্যানোটেকনলজীর কল্যানে আসবে সম্পূর্ন ওটারপ্ররুফ কাপড় এবং সেলফ ক্লিনিং কার্পেট

* কৃত্রিম দাতের বদলে পড়ে যাওয়া দাতের স্থানে স্টেম সেলের সহায়তায় গজাবে নতুন দাত

* ১ পেটাবাইট (১০২৪ টেরাবাইট) মেমোরি কার্ড প্রচলিত হবে

* ক্যান্সার নিরাময় সম্ভব হবে ন্যানোবটের মাধ্যমে কোন রকম অপারেশন ছাড়াই

* সয়ংসম্পূর্ন একোসিস্টেম নিয়ে তৈরী হবে স্কাইস্ক্রাপারগুলো, চালু হবে ভার্টিকাল ফার্মিং

* মানব মস্তিষ্কের ক্ষমতা সম্পন্ন কম্পিউটার প্রচলিত হবে

* অমরত্ব কাছাকাছি চলে আসবে কারন মানষের বয়স সীমা বেড়ে যাবে অনেকগুন
২০২৬-২০৩০ সাল

* ওয়ারলেস ইলেক্ট্রিসিটি প্রতিস্থাপন করবে বৈদ্যুতিক কেবলকে। আর থাকবে না শক খাওয়ার ভয়।

* হারানো হাত বা পা পুনরোতপাদিত হবে স্টেম সেল এর সহায়তায়

* আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স পৌছাবে মানুষের বুদ্দিমত্তার ক্ষমতায়

* আবহাওয়া বার্তা হবে ৯৯.৯৯% সঠিক

* এক্সাবাইট (১০২৪*১০২৪ টেরাবাইট) ডাটা স্টোরেজ চালু হবে

*মঙ্গলে প্রথম মানুষ পদার্পন করবে

* চালু হবে কোয়ান্টাম কম্পিউটিং

* আলঝেইমার ডিজিজ থেকে সম্পূর্ন আরোগ্যলাভ সম্ভব হবে

* ডিএনএর মত জটিল মলিকিউল টেলিপোর্ট করা সম্ভব হবে

উইন্ডোজ এক্সপি এবং 7 এর জন্য গুরুত্বপূর্ণ Run কমান্ড যা আপনার জন্য উপকারী হতে পারে

Maxthon Browser এর 3.1.6.600 বেটা ভার্সন রিলিজ হয়েছে ।
নতুন ভার্সনে কিছু আকর্ষনীয় নতুন ফিচার যুক্ত হয়েছে । আশা করি এটি ব্যাবহার করে আপনি নতুন অভিজ্ঞতা অর্জন করবেন এবং সেই সাথে উপকৃত ও হবেন । Maxthon Browser দিয়ে আপনি Youtube থেকে ও buffered Audio মিউজিক ডাউনলোড করতে পারবেন । এই ব্রাউজার দিয়ে আপনি যে কোন ওয়েবপেজকে JPG / PNG ফরম্যাটে সেভ করে রাখতে পারবেন ।
Maxthon Browser 3.1.6.600 সম্পর্কে কিছু তথ্যঃ

১. অতিরিক্ত স্ট্যটাসবার । এতে ডাউনলোড স্পিড, আপলোড স্পিড, আইপি ইত্যাদি প্রদর্শন করবে ।
২. ২ ক্লিকে যে কোন সাইট বুকমার্ক করা যাবে ।
৩. Browser language selection panel থেকে ভাষা পরিবর্তন করা যাবে ।

এছাড়াও আরো অনেক অনেক চমকপ্রদ সুবিধা পাবেন ব্রাউজারটিতে যা আপনি সত্যিই অন্য কোন ব্রাউজারে পান নি ।

ডাউনলোড লিংকঃ

মেইন সেটআপ ফাইল ডাউনলোড ।।। এখানে ক্লিক করুন ।।।

পোর্টেবল সফটওয়্যার ডানলোড ।।। এখানে ক্লিক করুন ।

bangla movie hot song simla

bangla movie hot song simla

ফ্রিল্যান্সিং এ কাঙ্ক্ষিত লক্ষে পৌছানোর তিনটি মূল মন্ত্র…(আমার ৫০ তম পোস্ট, প্রায় ২১০০ শব্দের গিগা পোস্ট)

"ফ্রিল্যান্সিং"  ইদানীং কালের ইন্টারনেট ইউজারদের জন্য একটা হট টপিক, বিশেষ করে এশিয়ার দেশগুলোর জন্য। গত কিছুদিন যাবত ফ্রিল্যান্সিং বিষয়ক বিভিন্ন জরিপে আমাদের দেশ - এর বেশ অগ্রগতি দেখা যাচ্ছে। আমাদের দেশের মানুষের জন্যে এটি সৌভাগ্য যে আমরা এখন দেশে বসেই অন্য দেশের কাজ করে নিজেদের প্রয়োজনীয় টাকা আয় করতে পারছি, যদিও সবাই এ বিষয়ে সফল না। সফল না হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ গুলোর মধ্যে ইংরেজি কম জানা, ধৈর্য না থাকা, রাতারাতি বড়লোক হয়ে যাওয়ার চিন্তা(!!), নিজের ক্ষমতার বাইরের কাজ করতে চাওয়া(যে কাজ পারবেনা সেই কাজ করতে যাওয়া), কোন বিষয়ে শক্ত ভিত্তি নেই তবুও সে কাজ করতে যাওয়া ইত্যাদি অন্যতম।
তবে রাতারাতি বড়লোক হওয়ার চিন্তাটা কেমন যেন বোকা টাইপের চিন্তাভাবনা, বাহিরের দেশের মানুষরা(উন্নত) অন্য দেশের মানুষকে(তুলনামূলক কম উন্নত) দিয়ে কাজ করাচ্ছে তাদের ব্যয় কমানোর জন্য। তারা কারো জন্য টাকার বস্তা নিয়ে বসে নেই, এক কাজে একাধিক মানুষ আবেদন করবে সেটাই স্বাভাবিক, আর এর মধ্যে আপনাকে ভেঙ্গে না পড়ে নিজের সেরাটুকু দিয়ে যান, সব কাজ যে আপনি পাবেন এমটি ভেবে বসবেন না। ভালো ভালো ফ্রিল্যান্সাররাও অনেক গুলো কাজে আবেদন করে খুব অল্প সংখ্যকই কাজ পায়। আপনি প্রতিদিন বিভিন্ন প্রজেক্টে আবেদন করুন, ভালো কাজ পারলে এবং যে কাজ দিয়েছে তাকে বিভিন্ন  স্যাম্পল দেখিয়ে এবং ভালো ব্যবহার করে যদি আকৃষ্ট করতে পারেন তবেই আপনি কাজ পাবেন, তাছাড়া পাবেন না। মাসে মাত্র ৪-৫টা ভালো মানের কাজ করতে পারলেই কিন্তু আর কাজ করার প্রয়োজন হয় না।
লক্ষ
আপনি যদি ফ্রিল্যান্সিং এর জন্যে কোন লক্ষ্য ঠিক না করেন তবে আপনি সফল হতে পারবেন না এটাই স্বাভাবিক, এর ব্যতিক্রমও যদি হয়ে থাকে তবে সেটা হবে কাকতালীয়। একজন ভ্রমণকারীকে যেমন ঠিক করতে হয় কোথায় ভ্রমণ করবেন অর্থাৎ তার গন্তব্য কোথায় অনেকটা তেমনি একজন ফ্রিল্যান্সারকেও ঠিক করতে হবে তার গন্তব্য কোথায়।
অধিকাংশ ফ্রিল্যান্সারই বোঝেন যে ফ্রিল্যান্সিং এ নির্দিষ্ট লক্ষ বা গন্তব্য থাকা আবশ্যক। কিন্তু অধিকাংশ ফ্রিল্যান্সারই যেটা বোঝেন না বা বুঝেও করেন না সেটা হলো কিভাবে গন্তব্য তৈরি করতে হবে এবং কাঙ্ক্ষিত গন্তব্যে পৌছতে হবে।
নিজের ফ্রিল্যান্সিং লক্ষ্য তথা গন্তব্য খুব সহজ ভাবেই সেট করা এবং সেটা কায়েম করা খুব একটা কঠিন কাজ নয়। ইচ্ছাশক্তি, দক্ষতা আর লক্ষে পৌঁছানোর জন্যে মনোবল ও আত্মবিশ্বাস থাকলেই কাঙ্ক্ষিত লক্ষে পৌঁছানো সম্ভব। যা কিনা যেকোনো ফ্রিল্যান্সারকে আরো একটিভ এবং সফল করে তুলতে পারে।
ফ্রিল্যান্সিং এ কাঙ্ক্ষিত লক্ষে পৌঁছানোর তিনটি মূল মন্ত্র তথা ধাপ তুলে ধরা হল:

প্রথম ধাপ: ফ্রিল্যান্সিং এ আপনার নিজস্ব লক্ষ্য নির্ধারণ করে নিন...

আশ্চর্য হওয়ার কিছুই নেই, লক্ষে পৌঁছানোর জন্যে লক্ষ নির্ধারণই প্রথম মন্ত্র। আপনি কখনোই কোন লক্ষের দেখা পাবেন না যদি না আপনার নিজস্ব কোন লক্ষ থেকে থাকে।
তাই নিজের লক্ষ নির্ধারণই আপনার প্রথম কাজ। লক্ষ নির্ধারণ করুন, এক্ষেত্রে আপনাকে রিয়েলিস্টিক এবং সৎ হতে হবে। যা চান ঠিক সেদিকেই আগাবেন, এর অন্যথা করবেন না। লক্ষ পূরণের মাঝপথে থেমে গেলে মনোবল নষ্ট হবে। তাই ঠাণ্ডা মাথায় চিন্তা ভাবনা করুন, ফ্রিল্যান্সিং এ আপনার উদ্দেশ্য কি এবং লক্ষ কি। আপনি ফ্রিল্যান্সিং এ কতদুর এগোতে চান এর উপর নির্ভর করে আপনার লক্ষ সিলেক্ট করুন। লক্ষ নির্ধারণের ক্ষেত্রে যে বিষয়গুলো খেয়াল রাখবেন:
  • ১.নিজের যোগ্যতার সাথে সামঞ্জস্য রেখে লক্ষ নির্ধারণ করুন। ফ্রিল্যান্সিং এ যোগ্যতাই সব। যোগ্যতা না থাকলে ফ্রিল্যান্সিং করা কোন মতেই উচিত হবে না।
  • ২.নিজের সাধ্যমত লক্ষ নির্ধারণ করুন। সফলতা না পেলে ফুল টাইম ফ্রিল্যান্সিং এ নেমে পড়া কারও জন্যে সমীচীন নয়। তাই দিনে কতটুকু সময় আপনি আপনার লক্ষ পূরণে ব্যয় করতে পারবেন আর কোন কোন সময় আপনি পুরোপুরি লক্ষ পূরণে দিতে পারবেন সেটার উপর ভিত্তি করে লক্ষ নির্ধারণ করুন। মনে করুন, আপনি চাচ্ছেন শুধুমাত্র বড় বড় কাজ গুলো করতে যা করতে আপনাকে দিনে ১০-১২ ঘণ্টা ব্যয় করতে হবে।
টাইম ম্যানেজমেন্ট
কিন্তু একজন ছাত্র, চাকুরীজীবী, ব্যবসায়ীর জন্যে ১০-১২ ঘণ্টা ম্যাসেজ করা বেশ কঠিন ব্যাপার। তাও প্রতিদিনই সময় দেয়া সম্ভব নাও হতে পারে। তাই আপনি সাধ্যমত যতটুকু সময় ব্যয় করতে পারবেন তার উপর ভিত্তি করে লক্ষ নির্ধারণ করুন
অধিকাংশ ফ্রিল্যান্সার যারা নিজেদের লক্ষ নির্ধারণ করে ফেলেছেন তাদের মধ্যে বেশ সামঞ্জস্য রয়েছে। বলা যায় তারা অনেকটা একই রকম লক্ষ নির্ধারণ করে। নিচে বেশ কিছু কমন লক্ষ দেয়া হল:
  • আমার ইনকাম বা আয় X টাকা পর্যন্ত করতে হবে।
  • নিজেকে এবং নিজের সংসারকে পুরোপুরি সাপোর্ট দিতে হবে, এজন্যে প্রয়োজনীয় অর্থ উপার্জন করতে হবে।
  • প্রতিদিন গড়ে কমপক্ষে X ঘণ্টা সময় দিতে হবে ফ্রিল্যান্সিং এর জন্যে।
  • ফ্রিল্যান্সিং এর পাশাপাশি নিজের পারসোনাল লাইফের জন্যে কম করে হলেও X ঘণ্টা সময় হাতে রাখতে হবে।
  • ফুল-টাইম ফ্রিল্যান্সার হবো এবং নিজের একটা ব্র্যান্ড তৈরি করবো।
  • X জনে ক্লায়েন্ট ম্যানেজ করতে হবে, যাদের থেকে নিয়মিত কাজ পাবো।
  • X সংখ্যক কাজ প্রতি মাসে করতে হবে।
  • ভালো একটা ফ্রিল্যান্সিং টিপ তৈরি করতে হবে।
বি.দ্রঃ Xকে আপনার কাঙ্ক্ষিত সংখ্যা দিয়ে পূরণ করুন
উপরের লক্ষগুলো ছাড়াও আপনার নিজস্ব আরো হাজারো লক্ষ থাকতে পারে। কারো একাধিক লক্ষও থাকতে পারে, এতে সমস্যা নেই। আপনি নিজের লক্ষ পূরণে অবিচল থাকুন, সফলতা আসবেই। তো আশা করি যাদের লক্ষ ছিলো না তারা লক্ষ নির্ধারণ করে ফেলেছেন :wink:

দ্বিতীয় ধাপ: নির্ধারণ করে নিন কি কি লাগবে আপনার কাঙ্ক্ষিত লক্ষ তথা সোনার হরিণ পেতে...

আপনি হয়তো একটি বা একাধিক লক্ষ নির্ধারণ করে ফেলছেন যে লক্ষে আপনাকে পৌছুতেই হবে। এবার ক্যালকুলেট করে ফেলুন আপনাকে কি কি করতে হবে লক্ষে পৌছুতে। কখনোই সহজ পথে এগোবেন না, ফ্রিল্যান্সিং এ অল্প বিদ্যা প্রয়োগ করতে গেলে কখনোই মহৎ কিছু সম্ভব না। তাই আপনার লক্ষে পৌছুতে যা যা দরকার ঠিক তেমন ভাবে সঠিক ও মোক্ষম পথে আগান।
ধরে নিলাম আপনার লক্ষ আপনি ফ্রিল্যান্স রাইটার হতে চাচ্ছেন। তো এজন্য প্রথমেই আপনাকে জানতে হবে কি কি বিষয় আপনার জানা বাধ্যতামূলক, কি কি যোগ্যতা থাকতে হবে ইত্যাদি ইত্যাদি। এখানে ফ্রিল্যান্স রাইটার হওয়ার কিছু টিপস দেয়া হলোঃ
ফ্রিল্যান্স রাইটিং
  • ১.ফ্রিল্যান্স রাইটারদের কাজ হলো শুধু আর্টিকেল রাইটিং, ব্লগ রাইটিং, কন্টেন্ট ক্রিয়েশন, আর্টিকেল রিরাইট, বই লেখা ইত্যাদি, তারা অন্য কাজও করতে পারে, তবে যারা প্রফেশনাল তারা একটি বিভাগেই কাজ করে। ফ্রিল্যান্স রাইটার হতে হলে সবার আগে আপনাকে ইংরেজিতে দক্ষ হতে হবে, ইংরেজিতে ভালো দক্ষতা না থাকলে ফ্রিল্যান্স রাইটার হতে পারবেন না।
  • ২.ফ্রিল্যান্সিং এর কাজ শুরুর আগেই নিজেকে ঝালিয়ে নিতে হবে, প্রথমে নিজে নিজেই টপিক বের করে লেখা শুরু করুন, প্রথমে সহজ বিষয়ে লিখুন, পরবর্তীতে নিজেকে কঠিন কঠিন বিষয়ে লেখার জন্য চ্যালেঞ্জ করুন, এতে আপনার দক্ষতা ও আত্মবিশ্বাস বাড়বে।
  • ৩.লেখার সময় গ্রামারের প্রতি বিশেষ নজর দিবেন, নিজের পক্ষে অনেক সময় নিজের ভুল ধরা সম্ভব নাও হতে পারে,তাই বিভিন্ন গ্রামার চেকার টুল আছে, সেগুলো দিয়ে গ্রামার চেক করাতে পারেন।
  • ৪.প্রতিদিন কম করে হলেও ১০টি শব্দ শিখবেন ডিকশনারি থেকে, এতে আপনার শব্দের ভাণ্ডার বাড়বে।
  • ৫.ভালো মানের লেখকদের বই এবং ভালো ব্লগারদের বই নিয়মিত পড়ুন, এতে বিভিন্ন বিষয়ে জ্ঞান বাড়বে।
  • ৬.আপনি যদি সাইড প্রফেশন হিসেবে ফ্রিল্যান্স রাইটিং কে নিতে চান তবে বড় প্রজেক্টে (৫০০ আর্টিকেল বা তারও বেশি) কাজ করবেন না। এতে যথাসময়ে কাজ শেষ করতে না পারার ঝুঁকি থাকে, সাধারণত ছোটখাটো প্রজেক্ট যেমন ৫-১০০ আরটিকেলের কাজ করবেন, আপনি কতদিনে শেষ করতে পারবেন তা নিজে প্ল্যান করে নিয়ে তারপর আবেদন করবেন।
  • ৭.প্রফেশনাল আর্টিকেল রাইটার যারা তারা সাধারণত বড় প্রজেক্ট গ্রুপে করেন, মানে কয়েকজন মিলে করেন এতে বেশ সুবিধা পাওয়া যায়।
  • ৮.কখনোই এমনটি ভাববেন না যে আপনি কপে পেস্ট করে আর্টিকেল জমা দিবেন আর তারা এর জন্য আপনাকে টাকা দিবে। যদি কপি পেস্ট আর্টিকেলেরই তাদের প্রয়োজন হত তবে তারা নিজেরাই কপি করে নিত, আপনাকে টাকা দিয়ে কপি পেস্ট নিশ্চয়ই করাবেনা তারা :wink:
  • ৯.আর্টিকেল যদি ইউনিক চায়, তবে কখনোই কোন ধরনের সফটওয়্যার বা ট্রান্সলেটরের সাহায্যে রিরাইট করে সেটাকে ইউনিক বানাবেন না, কারণ এতে লেখা ইউনিক তো দূরে থাক, লেখার আগা মাথা কিছুই থাকে না, সেরকম লেখা গ্রহণযোগ্য না, কারণ এতে লেখার ভাশাগত ত্রুটি, শাব্দিক ত্রুটি সহ নানা ভুল থাকবে। সুতরাং যারা এ জাতীয় মনোভাব পোষণ করেন যে আরটিকেল রিরাইট করে দিবেন তারা মনোভাব সংশোধন করুন।
  • ১০.আর্টিকেল রিরাইট করার কোন প্রজেক্ট পেলে সেটা ম্যানুয়ালি করবেন, কোন সফটওয়্যার বা ট্রান্সলেটর ব্যবহার করবেন না, যদি করেন তাহলে টাকা হাতে পাওয়ার সম্ভাবনা ০.০০%। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন।
  • ১১.সবসময় কোন নির্দিষ্ট ধরণের লেখার কাজ করার চেষ্টা করবেন, অনেকেই ভাবেন যে সব লেখা একই রকম, কিন্তু তা ভুল। অনেকে তাদের নিজস্ব ব্লগের জন্য লেখা চায়, অনেকে প্রিন্ট ম্যাগাজিনে দেয়ার জন্য লেখা চায়, অনেকে বই লেখার জন্য লেখা চায়। প্রতিটি ক্ষেত্রেই লেখার মান, কোয়ালিটি এবং স্টাইল ভিন্ন ভিন্ন, তাদের যে যেভাবে যার জন্য লেখা চায় সেভাবেই লিখতে হবে।
  • ১২.আবেদনের পূর্বে যে বিষয়ের আর্টিকেল রাইটিং এর আবেদন করেছে তার একটা ভালো মানের ইউনিকিউ স্যাম্পল দিয়ে দিন, কখনোই ভুলে করে হলেও স্যাম্পল দেখার জন্য কোন ওয়েবসাইটে যাওয়ার আবেদন করবেন না, এমনটি করলে, কাজ পাওয়ার সম্ভাবনা কমে যায়, তবে আপনার যদি কোন পোর্টফলিও ওয়েবসাইট থাকে (যা কিনা সকল প্রফেশনাল আর্টিকেল রাইটারেরই রয়েছে) তবে সেটাতে যাওয়ার জন্য বলতে পারেন, নিজের পোর্টফলিও ছাড়া অন্য কোন কিছুর লিঙ্ক দিবেন না।
  • ১৩.নিজেকে কখনোই তুচ্ছ মনে করবেন না, আপনার প্রতিদ্বন্দ্বীরা যত ভালো মানের লেখকই হন না কেন নিজেকে সবসময় তাদের সমকক্ষ মনে করবেন।
    কারণ তারাও এক সময় আপনার মতই ছিল, ধীরে ধীরে তারা উন্নতি করেছেন।
  • ১৪.নিজেকে লেখার মাঝে উদার করে দিবেন, ভালো মানের লেখা পেলে একি বায়ারের কাজ থেকে পরবর্তীতে আরো কাজ পেতে পারেন।
  • ১৫.কোন কাজ পেলে সেটাকে নিয়ে অবহেলা করবেন না, নির্দিষ্ট সময়ের আগেই আপনার কাজ শেষ করে  সেটাকে প্রুফ-রিড করুন অথবা গ্রামার চেকার এবং স্পেল চেকার দিয়ে লেখার ভুল সংশোধন করুন।
  • ১৬.অনেক সময় কঠিন বিষয়ে লেখতে হতে পারে, তখন আপনার উচিত সে বিষয়ে কিছুটা পড়ালেখা করে নেয়া, এতে লেখতে সুবিধা হবে, যে বিষয়ে লিখবেন সে বিষয়ে কোন ধারণা না থাকলে কখনোই ভালো লিখতে পারবেন না। তাই যে বিষয়ে লিখবেন সে বিষয়ের বিভিন্ন ফোরাম এবং ব্লগ ভিজিট করুন এবং পড়ুন, এতে আপনার ধারণা ক্লিয়ার হবে।
  • ১৭.কখনোই লেখার মাঝে নিজের মতামত তুলে ধরবেন না। যেমন ধরুন আপনি এমন প্রজেক্ট পেয়েছেন যেঁটাতে বলা হল মাইকেল জ্যাকসনকে নিয়ে লিখতে, কিন্তু আপনি মাইকেল জ্যাকসনকে পছন্দ করেন না :wink: আর  সে কারণে যদি আপনি আপনার লেখার নিজের মতামত তুলে ধরেন যে আমি তাকে পছন্দ করি না, সে এই করসে, সেই করসে, তাহলে কিন্তু আপনার প্রজেক্ট গ্রহণযোগ্য হবে না, তাই লেখার সময় পক্ষপাতিত্ব করবেন না।
  • ১৮.ছোটখাটো প্রজেক্ট হলে যেমনঃ ১০০০-২০০০ শব্দের লেখা হলে, এবং কোন জরুরী বিষয়ে লেখা হলে আগে খাতায় খসড়া করে নিয়ে পড়ে টাইপ করবেন।
অর্থাৎ মূল কথা হলো আপনি যে লক্ষে পৌছুতে চাচ্ছেন সে লক্ষ অর্জন করতে আপনাকে চড়াই-উৎরাই পেরিয়ে কিভাবে এগিয়ে যেতে হবে এবং কি করতে হবে সেটা নির্ধারণ করুন। আবারও বলছি শর্টকাট পথে এগোবেন না, এটা নিজের পায়ে নিজেই কুড়োল মারার সমান। সঠিক দিক নির্দেশনা নিয়ে সঠিক পথে আগানোর জন্যে কি কি করা উচিত এবং করতে হবে তা ঠিক করে ফেলুন। ধরে নিলাম আপনি সেটা করে ফেলেছেন, এবার পরবর্তী ধাপে যাওয়া যাক।

তৃতীয় ধাপ: লক্ষ পূরণে করণীয় কাজগুলো সম্পাদন করুন...


আপনার ফাইনাল ধাপ এটাই, আপনার লক্ষে পৌছুতে যা যা করতে হবে সেগুলোকে বাস্তবতায় রূপ দিতে হবে, অর্থাৎ আপনাকে একশন নিতে হবে। অনেকেই হয়তো জানেন কি করতে হবে এবং কিভাবে করতে হবে কিন্তু কখনোই করার চেষ্টা করেন নি, তাই সফলতার মুখ দেখতে হলে আপনাকে অবশ্যই দরকারি পদক্ষেপগুলো হাতে নিতে হবে।
সবচেয়ে ভালো হয় আপনি নির্দিষ্ট একটা সময় ঠিক করে ফেলুন আপনার লক্ষ পূরণের জন্যে। পরিমাণ মতোই সময় সিলেক্ট করবেন। সময় সিলেক্ট করা হয়ে গেলে কাজে নেমে পড়ুন, ঢিলেমির রেশও যেন না থাকে। সবসময়ই আপনাকে নিজের সেরাটা উজাড় করে দিতে হবে প্রয়োজনীয় কাজগুলো করার জন্যে। শিডিউল ছাড়া কাজ করলে সেটা সময় মত না হওয়াটাই স্বাভাবিক, তাই আপনাকে আপনার প্রয়োজনীয় কাজগুলো করার জন্যে শিডিউল তৈরি করে নিতে হবে। শিডিউল মোতাবেক কাজ করতে হবে এবং কাজ সম্পাদন না হওয়া পর্যন্ত লেগে থাকতে হবে বদ্ধপরিকর-ভাবে

অনলাইনে আয় করা টাকা নিয়ে আসুন মোবাইলে

Paypal to mobile $ transfer
বেশ কিছু দিন হয়ে গেলো আবার পোস্ট করছি কিছু। আমাদের মধ্যে অনেকেই অনলাইনে টুকটাক কাজ করি তারপর ঝামেলায় পরি টাকা দেশে আনতে গিয়ে। যারা অনেক ডলার আয় করতে পারেন তাদের সমস্যা হয় না। তারা ব্যাংক বা ডেবিট কার্ডের মাধ্যমে তা করে থাকেন। কিন্তু যারা সামান্য আয় করেন যা দিয়ে হয়ত টাকার ট্রান্সফারের ফি-ই উঠবে না ! তারা সহজেই অল্প খরচে নিজস্ব ফোনে (মোবাইল) টাকা আনতে পারেন। আর এতে মোবাইলে নেট চালালে সেটার বিল সহজেই পরিশোধ করতে পারেন।
আমি আজকে এরকম ২ টা সাইট নিয়ে লিখব যারা এক্ষেত্রে এরকম সেবা দেয় ।এর আগে প্রথমে পেপাল-এ একটা অ্যাকাউন্ট খুলে ফেলুন। আশ্চর্য হবার কিছু নাই বাংলাদেশে এখনো ইনার আগমন ঘটে নাই। অস্ট্রেলিয়ার কোন অ্যড্রেস গুগুলে সার্চ দিয়ে পোস্টাল কোড বা সেখানকার কোন নাম্বার ইউস করতে পারেন। ভেরীফাই করার কোন দরকার নাই। শুধু কোন রকমে একটা অ্যকাউন্ট খুলেন। আর অনেকেই বলেন পেপেল আই পি চেক করে অ্যাকাউন্ট বন্ধ করে দেয় আমার ৭ মাসের মত হল কোন সমস্যা হয় নাই। তাও সাবধান থাকা ভাল।

১) flexiload.com

এখানে সর্বনিম্ন ৫০ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত টাকা পাঠানো যাবে। শুধুমাত্র বাংলালিঙ্কে সর্বচ্চ ৩০০ টাকা পাঠানো যাবে।
নীচে ছবি দিয়ে দিলাম কত ডলারে টাকা পাঠানো যাবে তা দেখার জন্য।
আর বলে রাখি এ সাইটের রেট তুলনামূলক বেশি হওয়ায় আমি এ সাইট থেকে টাকা পাঠাই না। আপনারা নিচের সাইটের সাথে তুলনা করলেই তা বুঝতে পারবেন আশা করি

ছবি বড় করে দেখতে চাইলে ছবির উপর ক্লিক করুন

2) remit2cell.com

তুলনামূলক কম খরচে টাকা পাঠানো যায় তাই এটা আমি পছন্দ করি। সর্বনিম্ন ১০০ (১.৯৮ ডলার) টাকা থেকে ২,০০০ (৩৩.৫০ ডলার) টাকা পর্যন্ত টাকা পাঠানো যাবে। প্রথমে Remit2Cell এ যান ।
তারপর টাকার পরিমাণ নির্বাচন করুন।
তারপরের পেজে মোবাইল নাম্বার দিয়ে Add to Cart ক্লিক করুন ।
এরপর Proceed to checkout নামের হলুদ বাটনে ক্লিক করুন
এখন আপনি রি-ডিরেক্টেড হয়ে পেপাল এর পেজে চলে আসছেন। তো লগ-ইন করুন পেপাল এ ব্যবহার করা ই-মেইল আর পাসওয়ার্ড দিয়ে।

আপনার ব্লগ বা ওয়েব সাইটটির ফ্রি ১৬০ Directory Submission করুন

সবাই ভাল আছেন নিশ্চই ! আর আপনার ব্লগ বা ওয়েব সাইটটি কেমন আছে ? মানে নিয়মিত ব্লগটির SEO করছেন তো ? না করলে কিন্তু পালাবার রাস্তা পাবেন না একসময়...এবার যদি আমাকে প্রশ্ন করেন SEO কি তাহলে কিন্তু আমি সরাসরি techtunes.com.bd এর ডান পাশের সার্চ বক্সটির দিকে নজর দিব এবং কষ্ট করে খুজে নিতে বলব... কারন এর আগেই অনেক SEO expert রা তাদের টিউন গুলো দিয়ে techtunes কে প্রসিদ্ধ করে তুলেছেন..... আর আমার SEO জ্ঞান খুব একটা ভাল বলা যাবে না তাই এই জঠিল টোপিকস নিয়ে আমি আর প্যাচাল বাড়াতে চাই না।
কিন্তু যারা ইতোমধ্যেই techtunes এর কল্যানে একটু-আধটু SEO সর্ম্পকে জেনেছেন তারা হয়তো Directory Submission এর term টার সাথে জেনে থাকবেন...আর নতুনদের জন্যে এটা অনেকটা ঝামেলার কাজও বটে আর তাই আপনাদের জন্যে একটি ফ্রি সাইটের সন্ধান দিতে এই টিউনটি করলাম।
যেভাবে Directory Submission করবেন !
১। প্রথমেই এই http://easysocialbookmarking.com/seopanel লিঙ্কটিতে যান
২। ডান কোনায় sign up লিঙ্ক এ ক্লিক করে একটি একাউন্ট খুলে নিন।
৩।এরপর লগিন করুন
৪। এখন ডান কোনায় User Panel এ ক্লিক করে Website Manager এ আপনার ওয়েব সাইটের তথ্য দিন। Proceed দিয়ে সেইভ করুন
৫। এবার উপরে Seo Tools এ ক্লিক করে Directory Submission এ যান Automatic Submission এ ক্লিক করুন।
৬। এবং সবশেষে ওয়েব সাইট সিলেক্ট করুন। আর Directory page rank সিলেক্ট করে Show Details এ ক্লিক করুন এখানে আপনি চাইলে আপনার ওয়েব সাইটটির multiple title অথবা Description যোগ করে দিতে পারেন যা SEO এর জন্যে key word পেতে সাহায্যে করবে...
একে একে সব Directory সাবমিট করে দিন। এবং কিছু দিন অপেক্ষা করুন এবং email confirmation করুন।
সবাই ভাল থাকবেন। কাজে লাগলে ধন্যবাদ দিবেন

ওডেক্সের English Spelling Test (U.S. Version) প্রশ্ন ফাঁস

আমরা যারা অনলাইন আর্নিং শিখছি বা জানার চেষ্টা করছি তাদের সকলের নিকট Odesk একটি জনপ্রিয় অনলাইন মার্কেটপেস। অবশ্য অনেকের অভিযোগ এখানে কাজ পাওয়া খুব কঠিন। আসলে সকল কজেই অভিজ্ঞতাদের অগ্রাধিকার সব সময়ই বেশী। এৰেক্ষত্রে Odesk ও তাই। এ জন্য আপনাকে এখানে কাজ করেত অবশ্যই অভিজ্ঞ হতে হবে। একটি উদাহরণ দিলে বিষয়টি আরো স্পষ্ট হবে। আপনি পড়ালেখা শেষ করার পর চাকুরি খুজছেন কিন্ত আপনার কোন অভিজ্ঞতা নেই। তাই আপনার চাকুরি পাওয়ার সম্ভাবনা খুব কম। একবার একটি চাকুরিতে নিয়োগ প্রাপ্ত হলে আপনাকে আর ঠেকায় কে? ঠিক তদরূপ Odesk কাজ করতে হলেও আপনার অভিজ্ঞতা প্রয়োজন। প্রয়োজন আরো কিছু পরিক্ষা দেয়ার।
Odesk বিভিণ্ন বিষয়ের উপর পরিক্ষা দিতে হয় । তাই আজ Odesk English Spelling Test (U.S. Version) এর পরিৰার প্রশ্নপত্র আপনাদের নিকট তুল ধরলাম। আশা করি এ বিষয়ের উপর পরিক্ষা দিয়ে আপনি উর্ত্তিন হলে Odeskএ আপনার কাজ পাওয়া আরো সহজ হবে।
এছাড়া আমাদের ওয়েব সাইট www.shataj.com আপনি রিজওনাল টেষ্টসহ সঠিকভাবে প্রোফাইল তৈরীর  ভিডিও ক্লিপ দেখতে পাবেন যা আপনার অনলাইন আর্নিং এর ৰেত্রে বিশেষ ভ'মিকা পালন করবে। আপনাদের সকলের মঙ্গল কামানায় এবার শেষ করছি।
সবাই এই পরীৰায় আংশ নিয়ে ৫/৫ পেয়ে পাশ করম্নন। প্রশ্নগুলো সাজানো আছে। অনলাইনে প্রতিবার পরিৰায় অংশ নিলে প্রশ্নপত্র ঘুরেফিরে আসে তাই এটি ডাউনলোড করে প্রিন্ট করে পরিৰায় অংশ নিন।
আমাদের ওয়েব সাইট www.shataj.com থেকে ওয়ার্ডে ফাইলটি ডাউনলোড করতে পারবেন। ধন্যবাদাস্ত মাসউদ রহমান
এই পরিক্ষাটি আপনার কাজ পাবার সম্ভাবনা ৮০% বৃদ্ধি করতে পারে। কারন আপনি বোঝেন আর না বোঝেন তারা বুঝবে আপনি ইংরেজীতে দক্ষ। তাই এই পরিক্ষটির প্রতি সকলেরই যত্নবান হওয়া উচিত

Odesk English Spelling Test (U.S. Version)

1. Choose the correct spelling of the word from the options below.
a. Reminiscience
b. Reminiscence
c. Reminescrence
d. Reminisense
2. Choose the correct spelling of the word from the options below.
a. Priveledge
b. Privilage
c. Privilege
d. Privelege
3. Choose the correct spelling of the word from the options below.
a. Temperamental
b. Tempermental
c. Temperamentle
d. Temparamental

4. Choose the correct spelling of the word from the options below.
a. Manoeuvar
b. Manouver
c. Maneuver
d. Manuver
5. Choose the correct spelling of the word from the options below.
a. Adress
b. Addrress
c. Addres
d. Address

6. Choose the correct spelling of the word from the options below.
a. Neccesary
b. Necessary
c. Neccessary
d. Necessary
7. Choose the correct spelling of the word from the options below.
a. Goverment
b. Governmant
c. Government
d. Govermant

8. Choose the correct spelling of the word from the options below.
a. Referense
b. Refrence
c. Reference
d. Referance
9. Choose the correct spelling of the word from the options below.
a. Persue
b. Parsue
c. Persou
d. Pursue
10. Choose the correct spelling of the word from the options below.
a. Restaureter
b. Restaurater
c. Restaurateur
d. Restourateur
11. Choose the correct spelling of the word from the options below.
a. Forfiet
b. Forfeit
c. Forefeit
d. Fourfit
12. Choose the correct spelling of the word from the options below.
a. Unanimus
b. Unanemous
c. Unanimess
d. Unanimous
13. Choose the correct spelling of the word from the options below.
a. Vacuum
b. Vaccuum
c. Vacumm
d. Vaccum
14. Choose the correct spelling of the word from the options below.
a. Definitly
b. Definately
c. Defenitely
d. Definitely
15. Choose the correct spelling of the word from the options below.
a. Carribean
b. Caribbean
c. Carribbean
d. Carebeen
16. Complete the following sentence by choosing the correct spelling of the missing word.
The judge granted the reluctant witness complete _____ from prosecution for his part in the crime.
a. amnesty
b. amnasty
c. anmesty
d. emnesty
17. Complete the following sentence by choosing the correct spelling of the missing word.
The savvy dancer acted as a _______ between the detective and the cabaret owner.
a. liasion
b. liaison
c. liasone
d. leason

18. Complete the following sentence by choosing the correct spelling of the missing word.
The annual _______ was ruined when a family of bears stole all the hotdogs.
a. barbecue
b. barbequeue
c. barbycue
d. barbcue
19. Complete the following sentence by choosing the correct spelling of the missing word.
The waitress brought me a plate of squid even though I _______ asked for clams.
a. specificaly
b. specifically
c. specifycally
d. specificly
20. Complete the following sentence by choosing the correct spelling of the missing word.
Helen was surprised by the _______ stature of her blind date.
a. diminutive
b. diminuative
c. deminutive
d. dimminutive
21. Complete the following sentence by choosing the correct spelling of the missing word.
Arthur spent hours admiring the gothic _______ of all those French cathedrals.
a. architecture
b. arkhitecture
c. arcitecture
d. arckitecture
22. Complete the following sentence by choosing the correct spelling of the missing word.
He wrote __________ on every topic from shoestrings to string theory.
a. prollifically
b. prolificaly
c. prollificaly
d. prolifically
23. Complete the following sentence by choosing the correct spelling of the missing word.
Be sure to leave your travel _________ with the secretary so he'll know how to reach you while you're away.
a. itenreray
b. itinerary
c. iteneray
d. itinirary
24. Complete the following sentence by choosing the correct spelling of the missing word.
Let me tie your mittens to your sleeves so you don't _________ them.
a. loose
b. looze
c. lose
d. louse
25. Complete the following sentence by choosing the correct spelling of the missing word.
Mrs. Baker took her _______ class on a field trip to the zoo.
a. kindergarden
b. kindegarten
c. kindergarten
d. kindegarden
26. Complete the following sentence by choosing the correct spelling of the missing word.
Peter always makes such a _______ of himself!
a. nuisance
b. nuisents
c. newsanse
d. nuisince
27. Complete the following sentence by choosing the correct spelling of the missing word.
Hazel Dormouse is a _______ creature.
a. nocternal
b. nocturnal
c. noctarnal
d. nacturnal
28. Complete the following sentence by choosing the correct spelling of the missing word.
The protesters hurled _______ insults at us as we walked by.
a. vicous
b. vicious
c. vicoius
d. vicius
29. Complete the following sentence by choosing the correct spelling of the missing word.
He _______ a summer house, an exercise bike, and a hamster in the divorce settlement.
a. accquired
b. ecquired
c. acquired
d. acquired
30. Complete the following sentence by choosing the correct spelling of the missing word.
The professor made it clear that _______ would not be tolerated.
a. plagiarism
b. plagiarizm
c. plagerism
d. plagiarism
31. Complete the following sentence by choosing the correct spelling of the missing word.
Clara the cat simply chose to ignore the ______ of our dog.
a. existence
b. existance
c. existense
d. existanse
32. Identify the misspelled word in the list below.
a. Dexterity
b. Desicate

c. Dyeing
d. desecrate
33. Identify the misspelled word in the list below.
a. Fluorescent
b. Fullfil
c. Facsimile
d. Fictitious
34. Identity the misspelled word in the list below.
a. Develop
b. Desciple
c. Dilemma
d. Discipline
35. Identify the misspelled word in the list below.
a. Yacht
b. Youthful
c. Yeilding
d. Yesterday
36. Identify the misspelled word in the list below.
a. Wierd
b. Wired
c. Whined
d. Willful
37. Identify the misspelled word in the list below.
a. Sophomore
b. Supersede
c. Susceptable
d. Spontaneous
38. Identify the misspelled word in the list below.
a. Indivisible
b. Irresistable
c. Indispensable
d. Irresponsible
39. Identify the misspelled word in the list below.
a. Parallel
b. Prevalent
c. Prejudice
d. Perserverance
40. Identify the misspelled word in the list below.
a. Mischeivous
b. Misanthrope
c. Mussel
d. Malicious

শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০১১

যেভাবে তৈরী করবেন এই ব্লগের মত একটি বাংলা ওয়ার্ডপ্রেস ব্লগ (এ টু জেড)


ওয়ার্ডপ্রেস নিয়ে অনেকদিন ধরে কাজ করলেও কিছুদিন আগেই একটি বাংলা ওয়ার্ডপ্রেস ব্লগ করলাম প্রথমবারের মত তো কিভাবে তৈরী হল সেই ব্লগ তাই আজ সবার সাখে শেয়ার করব একদম প্রথম থেকে শেষ পর্যন্ত।

ডোমেইন এটাচ

ব্লগটি তৈরীর জন্য প্রথমেই একটি ডোমেইন ও হোস্টিং নিয়েছি। এরপর ডোমেইন এর সি প্যানেল ও হোস্টিং এটাচ করলাম এভাবেঃ
  • হোস্টিং এর সি প্যানেলে ডোমেইন ম্যানেজার এ এটাচ করার অপশনে ক্লিক ডোমেইনটি এড করলাম এবং এখান থেকে হোস্ট এর নেম সার্ভারের এ্যাড্রেসগুলো সংগ্রহ করলাম।
  • b7_5864129 - Control Panel_1277880144623
  • ডোমেইন এর সি প্যানেল এ গিয়ে নেম সার্ভার এর ঠিকানা বসানোর জায়গায় হোস্টিং এর ডিএনএস এ্যাড্রেস গুলো বসিয়ে দিয়ে সেভ করলাম।
Domain

হোস্ট সার্ভারে ওয়ার্ডপ্রেস ইনস্টল

ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আগে এখান থেকে ওয়ার্ডপ্রেস এর সর্বশেষ ভার্সনটি ডাউনলোড করে আনজিপ করুন। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার আগে config.php ফাইলটি কনফিগার করার দরকার হবে। এই পুরো প্রসেসটিই অনলাইনে করা যায় বা অফলাইনে ফাইল তৈরি করে পরে আপলোড করে অনলাইনে শুধু ইনস্টল করলেই হয়। দুটি পদ্ধতিই আমি শেয়ার করব যথাক্রমে।

পদ্ধতি এক

এই পদ্ধতিতে ওয়ার্ডপ্রেস ডাউনলোড এবং আনজিপ করার পর ফোল্ডারের ভেতরের config sample.php ফাইলটি ওপেন করুন নোটপ্যাডে। এরপর নিচের ছবিতে দেখানো অংশে আপনার হোস্টিং সার্ভারের ডাটাবেজ নাম, ডাটাবেজ ইউজার নাম, ডাটাবেজ পাসওয়ার্ড এবং মাইএসকিউএল হোস্ট এর নাম বসিয়ে সেভ করুন wp-config.php নামে।
cake
এরপর এই ফোল্ডারটি আপলোড করুন আপনার হোস্টিং এর ভেতরে আপনি যেই ডোমেইনে ইনস্টল করতে চান সেই নামে একটি ফোল্ডার তৈরী করে তার মধ্যে public_html অথবা htdocs ফোল্ডার তৈরী করে তার ভেতরে। অর্থাৎ হোস্টিং এর ফাইল ম্যানেজার>ডোমেইন.কম(উদাহরন) নামের ফোল্ডার>htdocs ফোল্ডারের ভেতর। অনেক সময় ডোমেইন এটাচ করার পর আপনাআপনি এই ফোল্ডারগুলো তৈরী হয়ে থাকে।
যে ডোমেইনে ইনস্টল করার জন্য তার ফোল্ডারে ওয়ার্ডপ্রেস আপলোড করেছেন এবার আপনার ব্রাউজার থেকে www.সেই ডোমেইন.কম(উদাহরন)/wp-admin/install.php যান। এবার নিচের ছবির মত একটি পেজ আসবে। এখানে ইউজারনেম, পাসওয়ার্ড আর ইমেইল বসিয়ে Install wordpress এ ক্লিক করুন।
WordPress › Installation_1277892369416
তারপর দেখুন হয়ে গেছে আপনার ডোমেইন ওয়ার্ডপ্রেস ইনস্টল ঠিক নিচের ছবির মত।
Hello - Just another WordPress site_1277915462755

পদ্ধতি দুই

এই পদ্ধতিটি অপেক্ষাকৃত সহজ। এ পদ্ধতিতে ওয়ার্ডপ্রেস এর ফোল্ডারটি ডাউনলোডের পর তা আনজিপ করে সরাসরি ফোল্ডারটি আপলোড করুন আপনার হোস্টিং এর ভেতরে আপনি যেই ডোমেইনে ইনস্টল করতে চান সেই নামে একটি ফোল্ডার তৈরী করে তার মধ্যে public_html অথবা htdocs ফোল্ডার তৈরী করে তার ভেতরে। অর্থাৎ হোস্টিং এর ফাইল ম্যানেজার>ডোমেইন.কম(উদাহরন) নামের ফোল্ডার>htdocs ফোল্ডারের ভেতর। অনেক সময় ডোমেইন এটাচ করার পর আপনাআপনি এই ফোল্ডারগুলো তৈরী হয়ে থাকে। আপলোডের পর ব্রাউজার থেকে এবার সেই ডোমেইনটি ব্রাউজ করুন। তাতে নিচের মত পেইজটি আসবে। এরপর এখানে Create a Configuration File এ ক্লিক করুন।WordPress এরপর যে পেজ আসবে তাতে Lets go তে ক্লিক করুন।
WordPress › Setup Configuration File_1277889929387এরপর যে পেজ আসবে তাতে নিচের পেজ এর মত করে যে ডেটাবেজ এ ইনস্টল করতে চান সেই ডেটাবেজের নাম, ডেটাবেজ ইউজার নাম, পাসওয়ার্ড এবং মাইএসকিউএল হোস্টের নাম দিয়ে Submit বাটনে ক্লিক করুন।
WordPress › Setup Configuration File_1277890264574
এরপর নিচের মত পেজ আসলে তাতে Run the Install এ ক্লিক করুন।
WordPress › Setup Configuration File_1277890684069
এরপর ইনস্টল পেজ আসলে তাতে ব্লগের এডমিন ইউজার নেম, পাসওয়ার্ড আর ইমেইল বসিয়ে Install WordPress এ ক্লিক করুন।
WordPress › Installation_1277892369416
হূমম এ পদ্ধতিতেও তৈরী হয়ে গেল আপনার ওয়ার্ডপ্রেস ব্লগ।
Hello - Just another WordPress site_1277915462755

ব্লগ বাংলা করন

যদি আপনি ব্লগটিকে বাংলায় রুপ দিতে চান তবে এখান থেকে bn_BD.mo ফাইলটি ডাউনলোড করুন এবং এটি আপলোড করুন আপনার ওয়ার্ডপ্রেস হোস্টের wp content>Languages ফোল্ডারের ভেতর। Languages ফোল্ডার না থাকলে তৈরী করে নিন। এরপর wp-config.php ফাইলটি খুলুন এবং নিচের ছবির দেখানো অংশের মত ইনবার্টেড কমা দুটির মাঝে bn_BD লিখে দিন।
Wordpress Bangla

পছন্দমত থিম যোগ

ওয়ার্ডপ্রেস এর বিল্ট থিম কার ভাল লাগে যেখানে নেটে একটু সার্চ দিলেই পাওয়া যায় ওয়ার্ডপ্রেসের দারুন সব থিম। সেই সব থিম থেকে আপনার পছন্দমত থিমটি ডাউনলোড করুন এবং আপলোড করুন হোস্টের ওয়ার্ড প্রেস ফোল্ডার এর wp contect>theme ফোল্ডারের ভেতর (অবশ্য এই আপলোড প্রক্রিয়াটি আপনি ড্যাশবোর্ড থেকেও করতে পারেন)। তারপর ড্যাশবোর্ড থেকে থিম ট্যাবে গিয়ে পছন্দের থিমটিতে Active ক্লিক করে একটিভ করুন।
www.EARNHELP.com অনলাইনে আয়ের সকল সমস্যার সমাধান — WordPress_1278493274114" width="696" height="461" />

থিম বাংলাকরন

যদি থিমটিও বাংলা করতে চান তবে থিম এডিটরে গিয়ে Home বা Comment এসব শব্দগুলো ধরে ধরে বাংলা করে দিন তবে খবরদার কোডের মধ্যে না বুঝে হাতাইয়েন না। এরপর থিম এডিটরের CSS ফাইলটি ওপেন করে ফন্ট ফ্যমিলির ফন্ট গুলোর জায়গায় এই লাইনটি রিপ্লেস করুন।
SolaimanLipi,’Lucida Grande’, ‘Lucida Sans Unicode’, Verdana, sans-serif;
আর ফন্টগুলোর সাইজও একটু বাড়িয়ে দিন।

উইজেট

উইজেট ট্যাব থেকে আপনার ইচ্ছামত উইজেটগুলো সাইডবারে ড্রাগ করে ড্রপ করুন। এভাবেই সাইডবার বিভিন্ন প্রয়োজনীয় উইজেটগুলো দিয়ে সাজান সহজেই।

প্লাগিংস

ওয়ার্ডপ্রেস জনপ্রিয় হবার অন্যতম কারন এর প্রচুর প্লাগিংস। আপনার প্রয়োজন মত যে কোন কিছুই এড করতে পারেন এই প্লাগিংসগুলোর মাধ্যমে। এজন্য প্রয়োজনীয় প্লাগিংসগুলো আপলোড করুন হোস্টের ওয়ার্ড প্রেস ফোল্ডার এর wp contect>plugings ফোল্ডারের ভেতর (অবশ্য এই আপলোড প্রক্রিয়াটি আপনি ড্যাশবোর্ড থেকেও করতে পারেন)। তারপর ড্যাশবোর্ড থেকে Install plugings ট্যাবে গিয়ে Active ক্লিক করে এক এক করে একটিভ করুন প্লাগিংস গুলো।
www.EARNHELP.com অনলাইনে আয়ের সকল সমস্যার সমাধান — WordPress_1278493274114" width="696" height="593" />
আমি সাধারনত যে প্লাগিংসগুলো খুব বেশী ব্যাবহার করি সে গুলো হলঃ
  • একিজমেট

  • এটা ওয়ার্ডপ্রেসের বিল্ট ইন একটি প্লাগিংস আর এটি এত পরিচিত যে এর সম্বন্ধে নতুন করে বলার দরকার নেই কারন সবাই জানে স্প্যাম কমেন্ট থেকে মুক্তি দেয়াই এই প্লাগিংস এর কাজ।
  • ডব্লিউ পি থ্রেড কমেন্ট

  • এই প্লাগিংস এর কাজ পোস্ট কমেন্টে রিপ্লাই অপশন যোগ করা। যার মাধ্যমে কমেন্টের রিপ্লাই কমেন্ট দেয়া যাবে।
  • সাইডবার লগইন

  • এর নাম শুনলেই বোঝা যায় এর কাজ হূমম সাইডবারে লগইন বক্স যোগ করা যায় এর মাধ্যমে। আলাদা পেইজে যেয়ে লগইন করতে যে সময় অপচয় হয় তা থেকে মুক্তির জন্য এর বিকল্প নাই। আমাদের মেহেদী ভাই যদি এই প্লাগিংসটা একটু পছন্দ করত ;)
  • ওয়ার্ডপ্রেস রিলেটেড পোস্ট

  • পোস্টের শেষে রিলেটেড পোস্ট শো করাই এই প্লাগিংস এর কাজ।
  • ডব্লিউ পি থাম্বনেইল

  • পোস্ট থাম্বনেইল ইমেজ শো করানোর জন্য এই প্লাগিংসটি ব্যাবহার করা হয়ে থাকে।
  • অল ইন এসইও প্যাক

  • আলাদাভাবে পোস্টে মেটা কী ওয়ার্ড, মেটা ডেসক্রিপশন আর টাইটেল শো করানো যায় এই প্লাগিংস এর মাধ্যমে যা এসইও এর জন্য খুবই সহায়ক।
  • গুগল সাইটম্যাপ জেনারেটর

  • অটোমেটিক সাইটম্যাপ জেনারেট আর সাবমিট করাই এই প্লাগিংস এর কাজ যা সার্চ ইঞ্জিনে এগিয়ে রাখতে সহায়তা করবে আপনাকে।
  • বাংলা ডেট টাইম মান্থ ইয়ার

  • নাম শুনেই বোঝা যাচ্ছে এই প্লাগিংস এর মাধ্যমে তারিখ বাংলায় শো করানো যায় যা বাংলা ব্লগের জন্য বিশেষ দরকারী।
  • বাংলা কেবি

  • পোস্ট লেখার সময় বাংলা জনপ্রিয় লেআউটগুলো যোগ করে এই প্লাগিংসটি এটিতো বাংলা ব্লগের জন্য অপরিহার্য। এটি একটিভ থাকলে কমেন্টেও বাংলা অপশনটি রাখা যায়।
  • ভার্চুয়াল বাংলা কী বোর্ড

  • কমেন্টে ভার্চুয়াল বাংলা কী বোর্ড যোগ করা যায এই প্লাগিংসটি দ্বারা।
  • মেইনটেন্যান্স মুড

  • সাইটের মেইনটেন্যান্স এর কাজ চলার সময় তা ভিজিটরদের অবহিত করা আর এডমিন প্যানেলে ইচ্চামত ঘাটাঘাটি করতে এই
  • মোবাইল প্রেস

  • মোবাইল থেকে সাইট ব্রাউজ করার জন্যএই প্লাগিংসটি খুবই সহায়ক।
  • নেক্সট জেন

  • সাইটে ফটো গ্যালারী যোগ করার জন্য এটি সর্বশ্রেষ্ঠ প্লাগিংস।
  • সোশ্যাল বুকমার্কিং রিলোডেড

  • পোস্ট সোশ্যাল নেটওয়ার্ক সাইটগুলোতে শেয়ারের জন্য এই প্লাগিংসটি।
  • ওয়ান ক্লিক রিটুইট/ফেসবুক লাইক/ শেয়ার

  • এই প্লাগিংসটি দিয়ে পোস্ট রিটুইট,ফেসবুক লাইক বা শেয়ার করা যায়।
  • ডব্লিউ থ্রী টোটাল ক্যাশ

  • সাইটের লোডিং টাইম কমানোর জন্য এই প্লাগিংসটি খুবই জরুরী।
  • ওয়াস আপ

  • ভিজিটর এমনকি স্পাইডারদের আদ্যোপান্ত জানার জন্য এই প্লাগিংসটি খুবই ভালোমানের একটি এনালাইটিকস যা দিয়ে আপনি প্রতিটি ট্রাফিকের সম্বন্ধে জানতে পারবেন আলাদাভাবে।
  • হূ ইজ অনলাইন

  • এটি দ্বারা অনলাইনে থাকা সাইটের ভিজিটর সংখ্যা দেখানো যায় সাইটে।
  • ডব্লিউ পি পুল

  • সাইটে পুল বা জরিপ পরিচালনার জন্য ব্যাবহার করা হয় এই প্লাগিংস।
  • এডস ম্যানেজার

  • এর মাধ্যমে পোস্টে এড শো করানো যায়।
  • ডেটাব্যাজ ব্যাকআপ

  • একটি সাইটের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ডেটাবেজ যা হারালে আপনার সাইটটিই শেষ হতে পারে। তাই ডেটাবেজের নিয়মিত ব্যাকআপ রাখার জন্য এটি খুবই দরকারী একটি প্লাগিংস।