শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১১

২০১২-২০৪০ টেকনোলজীর যেসব বিস্ময় অপেক্ষমান-পর্ব-৩

* ন্যানোটেকনলজীর কল্যানে আসবে সম্পূর্ন ওটারপ্ররুফ কাপড় এবং সেলফ ক্লিনিং কার্পেট

* কৃত্রিম দাতের বদলে পড়ে যাওয়া দাতের স্থানে স্টেম সেলের সহায়তায় গজাবে নতুন দাত

* ১ পেটাবাইট (১০২৪ টেরাবাইট) মেমোরি কার্ড প্রচলিত হবে

* ক্যান্সার নিরাময় সম্ভব হবে ন্যানোবটের মাধ্যমে কোন রকম অপারেশন ছাড়াই

* সয়ংসম্পূর্ন একোসিস্টেম নিয়ে তৈরী হবে স্কাইস্ক্রাপারগুলো, চালু হবে ভার্টিকাল ফার্মিং

* মানব মস্তিষ্কের ক্ষমতা সম্পন্ন কম্পিউটার প্রচলিত হবে

* অমরত্ব কাছাকাছি চলে আসবে কারন মানষের বয়স সীমা বেড়ে যাবে অনেকগুন
২০২৬-২০৩০ সাল

* ওয়ারলেস ইলেক্ট্রিসিটি প্রতিস্থাপন করবে বৈদ্যুতিক কেবলকে। আর থাকবে না শক খাওয়ার ভয়।

* হারানো হাত বা পা পুনরোতপাদিত হবে স্টেম সেল এর সহায়তায়

* আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স পৌছাবে মানুষের বুদ্দিমত্তার ক্ষমতায়

* আবহাওয়া বার্তা হবে ৯৯.৯৯% সঠিক

* এক্সাবাইট (১০২৪*১০২৪ টেরাবাইট) ডাটা স্টোরেজ চালু হবে

*মঙ্গলে প্রথম মানুষ পদার্পন করবে

* চালু হবে কোয়ান্টাম কম্পিউটিং

* আলঝেইমার ডিজিজ থেকে সম্পূর্ন আরোগ্যলাভ সম্ভব হবে

* ডিএনএর মত জটিল মলিকিউল টেলিপোর্ট করা সম্ভব হবে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন